শফিউল আলম ( জন্ম ১৯৫০ ) পেশায় ফার্মাসিস্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৪ সালে ফার্মেসীশাস্ত্রে এম ফার্ম পাশ করে আমেরিকায় ইমিগ্রেশন নিয়ে দেশান্তরী হয়েছেন। সেই থেকে তিনি আমেরিকার নিউইয়র্কে লং আইল্যান্ড এলাকায় বসবাস করছেন। তার আদি বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। কিন্তু বাবার চাকরিসূত্রে স্কুলের পড়াশোনা ও বড় হয়েছেন ঝিনাইদহে ও ঢাকায়। সাহিত্যকর্মের সঙ্গে কখনো তার যোগ ছিলনা। জীবনসঙ্গী স্ত্রী কোহিনুর আখতার কল্পনার অকাল মৃতরপর অনেকটা আবেগের বশেই কলম ধরেছেন।