এক খণ্ড মেঘ
এক খন্ড কালো মেঘ চলছিলো আমার সাথে.
ডানে গেলে ডানে বায়ে গেলে বায়ে.
এসে দাড়ালেম এক ধু ধু খোলা মাঠে
উপরে অপূর্ব করে একা এক খন্ড মেঘ নিচে আমি.
এক ঝলক বিদ্দুত একে গেল ওর বুকে. নেমে এল জল,
এ বৃস্টি নয়, চোখের জলে ভিজিয়ে দিলো আমাকে. চোখ তুলে
চাইলাম. মিলিয়ে গেছে সে দিগন্তে, ভীজিয়ে রেখে
গেছে আমাকে চোখের জলে