দিলারা
নাম তার দিলারা
দেখে ছিলেম বোনের বাসায়
হলুদ রঙের কামিজ পড়ে মুছছিল সে টেবিল টা
পায়ের শব্দে তাকালো সে আমার দিকে
বলল, চা খাবে মামা
ছোট্ট করে হাসি দিয়ে মিলিয়ে গেল রান্না ঘরে .
ছুটো ছুটি করে সে ,বসে না সে এক দন্ড
বললে বলে, বসবো আমি রাত নটায়
কেন?
তখন হবে আমার দেখা সিরিয়াল টা
চলে এসেছি অনেক দুরে
অলস সময় মনে পড়ে ওই হাসিটা
ডাকবে সে কী, বলবে আমায়
মামা, আনবো তোমার চা টা