মেক্সিকোর পথে

জুলাই ১
Mexico City, Mexico র দিকে রওয়ানা দেবো আমরা পাঁচ জন। আমি, সুষমা, রেজওয়ান, নার্গিস ভাবী আর বেয়াই সজল ভাই। হাতের সুটকেসটা গুছিয়ে নিঁয়েছি। মাত্র চার দিনের সফর। দুটো প্যান্ট , চারটা শার্ট । আর আনুসংগিক জিনিষ পত্র । ছোট্ট ব্যাগপ্যাকের মাঝে ঔষধ গুলো নিতে ভুল হলো না। ভুলে গিয়েছিলাম সেভিং এর জিনিষ পত্র গুলো নিতে। যখন মনে পড়ল তখন সেই ব্যাগটা আর কোথাও খুঁজে পেলাম না। ওটা আমার তৈরি থাকে বিদেশ বিভুয়ে যাওয়ার জন্য।
অগত্যা উঠতে হলো। ভেবেছিলাম আর বের হবো না। কিন্তু বিধি বাম। ওয়ালমারট টা কাছেই। ট্রাভেল সাইজের যা যা দরকার নিয়ে নিলাম।
সকালে ৭টায় আমার বন্ধু মুজিব আসবে । নামিয়ে দেবে JFK এয়ার পোর্টে । বন্ধু দের এই সাহায্য গুলো ভোলার নয়।
রাতে ঘুম হলে না। এপাশ ওপাশ করে ভোর পাঁচটায় উঠে পড়লাম । সুষমার চলে যাবে ওদের বাসা থেকে।
সজলভাই আর ভাবী আসবে আমার বাসায়।

মুজিব এলো সময় মতো। রাস্তায় গাড়ীর সংখ্যা কম। কারন এটা ৪ জুলাই , স্বাধীন দিবসের সপ্তাহ । অনেক লোক আগেই ছুটি নিঁযে বেরিয়ে গেছে।
ভীড় রাস্তায় নয় , ভীড় এয়ার পোর্টে । অসংখ্য লোকের আগমন।
সুষমারা আগেই এসে গেছে। ইদানিং আর কাউনটারে যেতে হয় না। বাহিরের মেসিন থেকে বোর্ডিং পাশ বের করা যায়।
ছেলে মেয়েদের সাথে বের হলে এই একটা সুবিধা নিজের কিছু করতে হয় না। আমার কিছু করতে হলো না।
সুষমাই সব করল।
এসে দাঁড়ালাম সিকিউরিটি চেকে।
আমাদের গেট নাম্বার ছয়। সকালের কফি টা আনন্দ সহকারে খাওয়া হয়নি।
ভাবী ভাইকে বললাম, খাবে কিছু।
বলল, না
আমি সুসু, রেজ, ডানকিন ডোনাটের কফি আর সাথে স্যান্ডউইচ নিয়ে এসে বসলাম।
বিমান ছাড়বে ১০টা ১০ এ।

গাড়ী চলতে শুরু করলো। দুই দিকের দৃশ্য দেখে মনে হলো ঢাকার রাস্তা দিয়ে চলেছি। শুধু নেই রিক্সার বহর, নেই যানজট।
রাস্তায় ইংরেজীতে কোনো লেখা চোখে পড়ল না।
সুষমা airbnb ভাড়া করে রেখে ছিল । নাম Viadora.
এয়ার পোর্ট থেকে আসতে আধাঘন্টার একটু বেশি লেগে গেলো।
সাত তালা বাড়ীর পাঁচ তালা টা আমাদের। ঢুকে অবাক হয়ে তাকিয়ে রইলাম। বিশাল লিভিইং রুমের সাথে রান্নাঘর ।.তিনটা বড় বড় শোবার ঘর। অপুর্ব ।
সুষমা একটা নাম করা সিফুড রেস্টুরেন্টে ডিনারের জন্য রিজার্ভ করে রেখেছিল।
নাম Contramar. অর্ডারে ছিল Tostadas, Fish Tacos, Salad, Fish-meat balls, আর Whole Fish.
রান্নার তুলনা নেই।
খাওয়া শেষে হেটে হেটে ফিরে এলাম । পথে কিছু সকালের নাস্তার জন্য কেনা কাটা করা হলো। ডিম. পাউরুটি ইত্যাদি

আগামীকাল হাঁটবো । দেখবো শহরের নামকরা জায়গা গুলো।

জুলাই ২

নাস্তা শেষে নিচে নেমে এলাম সকলে।
। সুষমা উবার কল করেছিল। আজ পায়ে হেটে দেখব মেক্সিকো সিটির বিভিন্ন নাম করা জায়গা গুলো।
২০ মিনিটের মধ্যে এসে পৌঁছালাম Alameda  Central এ।
এটা শহরের কেন্দ্র স্থান। সবচেয়ে বড় সবুজে ভরা বিশাল পার্ক । পার্কের দুই দিকে বড় Avenue. দুটা মেট্রো স্টেশন ।
বড় বড় গাছের ফাকে দিয়ে সকালের নরম সুর্যের আলো এসে পড়েছে।
আমরা হাটতে হাটতে এলাম বড় একটা ফোয়ারার কাছে। একটু এগিয়ে এলাম The Palace de Bellas Artes . সিটির Flagship cultural Institution. বিভিন্ন নাম করা শো, আর্ট exhibition হয় এই খানে।
দেখা শেষে বড় রাস্তা ছেড়ে এলাম ছোট রাস্তায় ।
উদ্দেশ্য সুভিনিয়ার কেনা। ভাঙ্গা কিন্তু পরিস্কার রাস্তা ধরে এলাম যেখানে সেটা ঢাকার গাউসিয়া মার্কেটের মত। বিভিন্ন ধরনের ছোট ছোট দোকান। টুরিস্টের জন্য লোভ নিয়।
কম পয়সায় ভাল জিনিস পাওয়া । সুষমা খবর নিয়ে এসেঁছিল
কেনা কাটা কম হলো না । সবার ই দুই হাত ভরে গেলো।
হাটতে হাটতে সবাই ক্লান্ত। বসতে হবে কোথাও।
El Moro নামে একটা snack খাওয়ার রেস্টুরেন্ট আছে।
Churros র জন্য বিখ্যাত। অনেক হাঁটার পর এসে পৌঁছালাম । অনেক লোকের ভীড়। অবশেষে জায়গা পাওয়া গেলো।
Churros নিউইয়র্কে খেয়েছি, তবে এই Churros তুলনা নেই। একটি ঘটনা না বললেই নয়।
মনে রেখো ছেলেদের Restroom কে Spanish এ বলে hombres আর মহিলা দের Restroom কে বলে mujeres।
এই রেস্টুরেন্টে দরজায় লেখাছিল M এবং H
ভাবলাম M মানে Men . ঢুকে পড়লাম । ভাগ্য ভালো কেউ ছিলনা।
এর পর যেখানে এলাম তার নাম The Zocalo.
পরিচিত the plaza de la Constitución.
পাবলিক Square. ১৩২৫ সালে Tenochtitlan তৈরি করে ছিল। এর পাশেই Temple নাম The Temple Mayor.
Tenochtitlan র পতনের পর Zocalo হয়েছে center of Mexico City . এই বিরাট Square এ বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়। ধর্মিয় বল, বা গান বাজনা বলো।

আজকের মত দেখা শেষ। এবার ফিরে যাবার পালা।
আগামি কাল উঠবো Hot Air Balloon এ । দেখব পিরামিড ।

জুলাই ৩

রাত ৪ টায় উঠতে হলো। যাবো Hot Air Balloon এ করে আকাশে। খুবই excited আমরা সবাই । সুষমা ব্যবস্থা করে রখেছিল। আমাদের কে নিতে আসবে ভোর পাঁচ টায়।
এক ঘন্টার পথ।
ঠিক সময়ে গাড়ী এসে হাজির। বাহিরে তখনও রাত। এক পশলা বৃষ্টি হয়ে গেছে। রাস্তা ভেজা।
সন আর পাবল, বাবা , ছেলে। ওদের আছে Hot Air Balloon tour বিজনেস। সন এসেছিল London থেকে।
এখানে Hot Air Balloon নের বিজনেস করবে বলে। দেখা হয়েছিল ডায়ানার সাথে। কি হয়েছিল সনের ,সন জানে না। London এ ফিরে যাওয়া হয়নি। এখানেই সংসার পেতে ছিল ডায়ানাকে নিয়ে।
বিরাট মাঠের পাশে ছোট্ট তাঁবু পাতা। আমাদের কে অভ্যর্থনা জানালো এক মেয়ে এসে। সামনের মাঠে বেলুন গুলো ফোলানো হচ্ছে ।
কিছু পরে বেলুনের পাইলট এসে বলল, বেলুন রেডি।
আমরা উঠলাম। সবাই excited. বেলুন উড়ল । দুরে আরও অনেক বেলুন আকাশে। অপুর্ব দৃশ্য ।

নাম না জানা লোক এসে তৈরি করেছিল The ancient city of Teotihuacán in the northern Valley of Mexico. এখানে পিরামিড আর বড় বিল্ডিং তৈরি করে ছিল ওরা।
ঐ পিরামিড দেখতে এলাম। গাইড লুইস বলল, Pirámide Del Sol(Pyramid of the Sun) এর উচ্চতা ৭০ মিটার। ছোট ছোট সিঁড়ি উপরে উঠে গেছে।
আর একটা পিরামিড, নাম তার Pirámide De La Luna।এর উচ্চতা ৪৬ মিটার। সহজেই উপরে উঠা যায়।
সব দেখা শেষ করে যখন ফিরে এলাম তখন বিকেল চার টা
সন্ধ্যায় যাবো Ballet Folklorico de Mexico দেখতে।

জুলাই ৪

মেক্সিকো সিটিতে আজ শেষ দিন। আমাদের দেখার বাকি
ভাসমান বাজার। সকাল ১০ টায় বের হলাম। ৪০মিনিটের পথ।
বিভিন্ন রং এ সজ্জিত সব ভেলা। দুই ঘন্টার জন্য ভাড়া করলাম। অনেক ভেলা এই canal এ। বিভিন্ন ভেলায় বিক্রি হচ্ছে বিভিন্ন জিনিস। অনেকে কিনছে অনেকে দেখছে।
নতুন এক experience.

Frida Kahlo. ফ্রিদা কাহলো, মেক্সিকান আর্টিস্ট, তার অনেক আকা ছবি যা কিনা inspired by the nature and artifacts of Mexico . ফ্রিদার আঁকা ছবি Inspired by the country’s popular culture।
এলাম ওর বাসাতে। যেখানে সে ওর স্বামী Diago Kahlo
থাকতো।
অনেক লোকের আগমন। আধা ঘন্টার টুর। তার আঁকা ছবি বিভিন্ন ঘরে। দেখা হলো।
এবার ফিরার পালা

রাতের ডিনারের জন্য এলাম Asian Bay তে।
চাইনিজ রেস্টুরেন্ট ।
এত দিন Tacos, Tostados খেয়ে মুখের রুচি পাল্টাতই এখানে আসা।
মুখরচক?
নাহ!

এলাম, দেখলাম এবার বিদায় মেক্সিকো সিটি ।
বিদায়।

You may also like

1 Comment

  1. বেশ সুন্দর করে গুছিয়ে লেখা।ভালো লেগেছে মেক্সিকো সিটির বিভিন্ন জায়গার বর্ননা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *